ইবাদত কাকে বলে ? ইবাদত কী ? ব্যাখ্যাসহ বিশ্লেষণ ক্লাস ১-৬ (২০২৩)

Porasonas.blogspot.com এ আপনাকে স্বাগতম।

Lesson - 01 →  ইবাদত কাকে বলে ? 
Ans.  ইসলামি পরিভাষায় আল্লাহর দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তাঁর সকল আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনা করাকে ইবাদত বলা হয়। 


Lesson - 02 →  ইবাদত কী ? 
Ans.    ইবাদত বলতে মহান আল্লাহ পাকের সকল আদেশ - নিষেধ যথাযথভাবে পালন করার নামই ইবাদত।


Lesson - 03 →   ইবাদতের বিশ্লেষিত আকার  - 
  Ans.  ইবাদত মানে হল আল্লাহ তা'আলার প্রতি আনুগত্য প্রকাশ করা। 

আল্লাহ পাক বলেছেন,
“আমি জ্বীন ও মানবজাতিকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি” - আল-কুরআন ( Speech of Allah)

তাই বলা যায় যে, ইবাদত বলতে বুঝানো হয় আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা। 
______________________________________________


Prepared by - Towhidul Hassan Bhuiya Aiyan

A student of class 8 in 2023

 Thanks for writing / reading this paragraph.

Leave a comment and make me happy 🙂.

Thank you so much ! 

Comments